১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতলন্ডনের পর হেগ। একইদিনে ফের ছুরি হাতে দুষ্কৃতীর হামলা। লন্ডন ব্রিজের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের শহরে আততায়ীর ছুরির এলোপাথাড়ি কোপে আহত হলেন তিনজন।
দ্য হেগের প্রধান শপিং স্ট্রীটে তিন শিশুকে ছুরিকাঘাত করা ব্যক্তিকে গ্রেফতারে ডাচ পুলিশ অভিযান চালাচ্ছে। ব্ল্যাক ফ্রাইডে’র ছাড়ে লোকজন কেনাকাটা করার সময় এ হামলা চালানো হয়।
খবরে বলা হয়, নগরীর কেন্দ্রস্থলে একটি ডিপার্টমেন্ট স্টোরে এ ঘটনার পর ওই পুরুষ হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। এ ছুরি হামলায় ক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এ হামলার ব্যাপারে এক নারী পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনপি’র খবরে বলা হয়, ‘আমরা এ হামলার ঘটনায় সেখানের সকল ফুটেজ সংগ্রহ করছি।’
পুলিশ জানায়, ছুরি হামলায় আহত তিনজনের সকলেই শিশু। তবে তাদের বয়স উল্লেখ করা হয়নি। ছুরিকাহত হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হলেও পরে এ তিন শিশুকে বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন