মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি শিশু ঘরে খেলা করছে। হঠাৎ সেই ঘরে দৌড়ে প্রবেশ করে একটি কুকুর। এরপর সে চলে যায় রুমে রাখা পিয়ানোর সামনে।
এরপর কুকুরটি নিজের সামনের পা দুটি তুলে দিলো পিয়ানোতে। বাজাতে লাগলো পিয়ানো! সুরের তালে তালেই গলা ছেড়ে গান গাইতেও দেখা গেলো পোষা কুকুরটিকে। গানের সুরে কানে পড়তেই খেলনা ফেলে গিটার নিয়ে কোমর দোলাচ্ছিল শিশুটি।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের। কুকুরটির নাম বাডি মার্কারি, এটি সাধারণত ‘রেসকিউ ডগ বা উদ্ধারকারী কুকুর’ হিসেবে ব্যবহৃত হয়। এর মাঝে সে বিখ্যাত হয়ে গেছে পিয়ানো বাজিয়ে।
কুকুরের এই বাজানো পিয়ানোর ভিডিও এরই মধ্যে গুগল, এবিসি, ফক্স, এনবিসি, ইএসপিএনসহ প্রখ্যাত গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
ভিডিওটি: https://twitter.com/buddymercurydog/status/1121745386358620161/video/1
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন