১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতভারোত্তোলনে নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া। এতে এসএ গেমসে টানা চার দিনের স্বর্ণ খরা মেটালেন মাবিয়া আক্তার সীমান্ত। চলতি এসএ গেমসে এখন পর্যন্ত ৫টি সোনা জিতল বাংলাদেশ।
আজ শনিবার কাঠমান্ডুতে এসএ গেমসের ১৩তম আসরে ভারোত্তোলনের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ সর্বমোট ১৮৫ কেজি ওজন তুলে শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্তিকে হারিয়েছেন মাবিয়া।
এই ইভেন্টে রুপা জয়ী প্রিয়ান্তি স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজিসহ সবমিলিয়ে তুলেছেন ১৮৪ কেজি। আর ব্রোঞ্জ জয়ী নেপালের পুন তারা দেবী স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজিসহ সর্বমোট ১৭২ কেজি ওজন তুলেছেন।
২০১৬ সালে গত এসএ গেমসে শিলং-গুয়াহাটিতে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৪৯ কেজি ওজন তুলে সোনা এনেছিলেন মাবিয়া।
গেল বার এসএ গেমসে ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয়ের পর আবারো দেশের হয়ে পদক জিতলেন এই স্বর্ণ কন্যা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন