১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঅভিনেত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে সঙ্গীতশিল্পী তাহসান খানের বিয়ের গুজব উঠেছে। বেশ কিছু ইউটিউব চ্যানেলে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওনকে নিয়ে এই গুজব শোনা যাচ্ছে। এ বিষয়টি নিয়ে খুব চটেছেন শাওন।
ইউটিউব লিংকটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!
ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি, মধ্যখানে লাল হৃদপিন্ড আর পেছনে হাতের ওপরে হাত, কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি।’
তাহসান ভালোবেসে ২০০৬ সালে ৩ আগস্ট বিয়ে করেন মিথিলাকে। টানা ১১ বছর সংসার করেছেন তারা। অবশেষে তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের ২০শ জুলাই। তাদের আইরা তাহরিম খান নামের এক সন্তানও রয়েছে।
অন্যদিকে, মেহের আফরোজ শাওন ২০০৫ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন। ২০১২ সালে না ফেরার দেশে পাড়ি জমান এই নন্দিত কথাসাহিত্যিক। শাওন-হুমায়ূনের দুই ছেলে নিশাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন