১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতউৎসবমুখর পরিবেশে সারাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। এবারে শিক্ষার্থী ভোটার সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৯১৬ জন।
মূলত শিশু বয়স থেকেই সুষ্ঠু গণতন্ত্র চর্চাসহ শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানোই এ নির্বাচনের লক্ষ্য বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা অন্যের মতামতকে শ্রদ্ধা করা, সহমমির্তাসহ নিয়মানুবর্তিতাও শিখছে বলে মনে করছেন শিক্ষকরা। এছাড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার কমানোর পাশাপাশি পারস্পরিক সুসম্পর্ক তৈরি করছে বলে মনে করছেন শ্রেণি শিক্ষকরা। শিক্ষকরা জানান, এখানে বাচ্চারা শিখছে ছোটবেলা থেকেই কীভাবে গণতন্ত্রের চর্চা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে ঠিক সময় অনুযায়ী পছন্দের প্রার্থীদের ভোট দিতে লাইনে দাঁড়ায় শিক্ষার্থীরা। দুপুর গড়ানোর আগেই ভোট গ্রহণ শেষ হয় তাদের। খাবার পানি সংগ্রহ, আসন বিন্যাস, স্বাস্থ্য উন্নয়নসহ ৮টি খাতে নির্বাচন হয়।
মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রবোধ তৈরি ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ নির্বাচনের লক্ষ্য। তিনি বলেন, এই যে আজকে থেকেই তারা তৈরি হচ্ছে। কীভাবে এরাই আগামী দিনে এ দেশকে পরিচালনা করবে। এরমধ্য দিয়ে প্রত্যেকের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সেটা গড়ে উঠছে।
এবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ ৩১ হাজার ৭২টি এবং মাদ্রাসায় ৫২ হাজার ৩৩৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন