১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতএবার যৌথভাবে বাজারে চালকবিহীন গাড়ি আনছে জেনারেল মোটরস (জিএম) ও হোন্ডা। নতুন এ গাড়ি আগেকার যে কোনো চালকবিহীন গাড়ির চেয়ে ব্যতিক্রম।
ছয় সিটের এ গাড়ি দুটি কোম্পানির ১৬০ বছরের অভিজ্ঞতা ও এক সাথে কাজে লাগিয়ে বানানো হয়েছে। তবে গ্রাহকদের কেউ নিজে এ গাড়ি কিনতে পারবে না বরং ক্রুজি রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে সবাই ভাগাভাগি করে চড়তে পারবে।
এটা অনেকটা উবারের মতো। গাড়ির ব্যক্তিগত মালিকানা থেকে বের করে আনাই ক্রুজ অরিজিনের লক্ষ্য। অবশ্য দুর্ঘটনা কমাতেও এ গাড়ি ভূমিকা রাখবে বলে দাবি নির্মাতাদের।
ক্রুজের সিইও ড্যান আম্মান বলেন, আমরা জানি পরিবেশের ভারসাম্য রক্ষায় বাসের বিকল্প নেই। কিন্তু তাই বলে ব্যস্ত কোনো দিনে জ্যামে আটকা পড়ে পার্টি কিংবা ডিনার মিস করারও কোনো মানে নেই।’
জিএম মোটরসের প্রধান নির্বাহী ম্যারি বাড়ে বলেন, ক্রুজের পরবর্তী লক্ষ্য নিরাপদ সড়ক গড়া।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন