১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ‘টিউবলইট’ বলে কটাক্ষ করেছেন ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বুধবার ও আজ বৃহস্পতিবার পার্লামেন্টে নিয়মিত বিতর্কে অংশ নেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার সংসদে মোদীর ভাষণের সময় রাহুল গান্ধীকে উঠে দাঁড়াতে দেখে মোদী কটাক্ষের সুরে বলেন, ‘প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট ধরে কথা বলছি, কিন্তু সেই কারেন্ট বিরোধী শিবিরে পৌঁছতে এতক্ষণ সময় লাগলো। অনেক টিউব লাইট আছে, যেগুলো জ্বালতে বেশি সময় নিয়ে ফেলে।’
উল্লেখ্য, বুধবার দিল্লির এক সভায় মোদীকে নিশানা করে রাহুল বলেন, ‘‘নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন। উনি আগামী ৬ মাসে ঘরের বাইরে বেরোতে পারবেন না। দেশের যুবারা ওঁকে লাঠিপেটা করে বুঝিয়ে দেবেন যে, কর্মসংস্থান ছাড়া দেশের কখনও অগ্রগতি হয় না’’।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার পার্লামেন্টে মোদি বলেন, গত ৭০ বছরে কোনও কংগ্রেস নেতা এত স্বনির্ভর ছিলেন না। আমি এক কংগ্রেস নেতার ইস্তেহার শুনলাম। সেই ইস্তেহারে বলা হয়েছে, আমরা ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে লাথি মারব। সত্যি বলতে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, তাই প্রস্তুতি নিতে ছয় মাস সময় লাগবে।’
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন