১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতফ্রেঞ্চ লীগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও বোর্দোর ম্যাচে দুই দল মিলে সাত গোল করেছে। রোববার রাতের জমজমাট ম্যাচে ৪-৩ গোলে জিতেছে পিএসজি। ম্যাচের শেষ মিনিটে নেইমারের লাল কার্ডে জয়ের রোমাঞ্চের সঙ্গে হতাশাও জুটেছে পিএসজির।
গত সপ্তাহে ফরাসি লীগে আমিয়াঁর সঙ্গে ৪-৪ গোলে ড্রয়ের পর চ্যাম্পিয়ন্স লীগে (শেষ আটের প্রথম লেগ) বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হেরেছিল পিএসজি। ঘরের মাঠে ১৮তম মিনিটে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড উই-জোয়ের গোলে পিছিয়ে পড়ে পিএসজি। সাত মিনিট পর সমতা ফেরান এডিনসন কাভানি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সে লিড।
প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান পাবলো কাস্ত্রো। ৬৩ মিনিটে মার্কুইনহোস আবারো এগিয়ে দেন পিএসজিকে। ছয় মিনিট পর স্কোরলাইন ৪-২ করেন কিলিয়ান এমবাপ্পে। ৮৩তম মিনিটে ব্যবধান কমান রুবেন পার্ডো।
ম্যাচের শেষ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট টমাস টুখেলের দলের। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্শেই।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন