আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ব্রিফিংয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয়ও তুলে ধরেন তিনি। এসময় জানানো হয়, করোনা থেকে আরও চারজন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১১। আর করোনায় আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু না হওয়ায় তা আগের ৫ জনেই রয়েছে।
তিনি বলেন, নতুন করে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। তাদের সবাই পুরুষ। তাদের একজন বিদেশ থেকে এসেছেন। তিনজন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। অন্যজনের বিস্তারিত জানা যায়নি।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। করোনার বিস্তাররোধে দেশের সব স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরে থাকতে বলেছে সরকার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন