১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতপর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারও স্প্যানিশ সুপার লিগে দেখা যেতে পারে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) গোল ডট কমের প্রতিবেদনে এমই আভাস মিলেছে।রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোস ফন্টে বলেছেন, রোনালদো রিয়াল মাদ্রিদে ফিরলে অবাক হওয়ার কিছু নেই। রিয়ালে (তার) দরজা সব সময় তার জন্য খোলা রয়েছে।
তিনি বলেন, রোনালদো ক্লাবটিকে (রিয়াল মাদ্রিদকে) খুবই ভালোবাসে। সে এখানে অনেক বন্ধু বান্ধব রেখে গেছে। রিয়ালের দরজা সবসময় তার জন্য খোলা। অতএব সে যদি ফিরে রিয়ালে ফেরে আমি মোটেও অবাক হবো না।
তার কথাতেই ইঙ্গিত মেলে রোনালদো চাইলে রিয়াল কর্তৃপক্ষ তার সঙ্গে আরেকবার যোগাযোগ করতে পারে।যদিও রোনালদোর সঙ্গে ২০২২ সালের জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে ইতালির ক্লাব জুভেন্টাসের। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেন সিআর সেভেন। প্রতি মৌসুমে জুভেন্টাস থেকে ২৭.৫ মিলিয়ন পাউন্ড পান পর্তুগিজ তারকা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন