১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতশিরোনাম দেখেই চোখ কপালে তুলেছেন হয় তো। আসল ব্যাপারটি হলো শবনম ফারিয়া এই নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান। মেজাবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য।
এবার আসছে ঈদের বিশেষ আয়োজনে থাকছে নাটক ‘জরুরি ডিভোর্স’। করোনায় লক ডাউন শুরুর আগেই এই নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া।
জানা গেছে, ‘জরুরী ডিভোর্স’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টায়।
২০১৭ সালে ‘জরুরি বিবাহ’ নামে একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান ও শবনম ফারিয়া। মেজাবাহ উদ্দিন সুমনের রচনায় টেলিফিল্মটিও পরিচালনা করেছিলেন মিলন ভট্টাচার্য্য। ঈদের বিশেষ আয়োজনে প্রচারিত হয়েছিলো টেলিছবিটি। তার তিন বছর পর এবার আসছে ‘জরুরী ডিভোর্স’ নাটকটি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন