আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতকরোনা মোকাবেলায় বাংলাদেশকে চীন সরকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরঞ্জামের মধ্যে ৯টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ার, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ারস সলিউশন- এ, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ার সলিউশন- বি, ৯টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ার সেলফ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন সোমবার (২৯ জুন) ঢাকাস্থ চীন দূতাবাস হতে এসব চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধি ও চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন