১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকিছু মানুষ রয়েছেন যারা তাদের শখকে জলাঞ্জলি দিতে নারাজ। এই যেমন ভারতের পুনের পিম্পরি-চিঁচবাড় জেলার বাসিন্দা শঙ্কর কুরাদ।
তিনি মুখে পরছেন স্বর্ণের তৈরি মাস্ক। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই গোল্ড মাস্কের দাম প্রায় তিন লাখ টাকা।
শঙ্কর বলেন, ‘এটা সোনার মতো একটি ধাতু দিয়ে তৈরি হলেও আসলে খুবই হাল্কা। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট ফুটো রয়েছে। যার ফলে আমার শ্বাস নিতে কোনও সমস্যা হয় না।’
তবে এই মাস্ক করোনার ক্ষেত্রে কার্যকর কি না তা নিয়ে নিজেই সন্দিহান শঙ্কর।
এদিকে এই স্বর্ণের মাস্ক নিয়ে অনেকে সমালোচনা করেছেন। তারা কটাক্ষ করে বলছেন, করোনা পরিস্থিতি পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, তখন এ ধরণের স্বর্ণের মাস্ক তামাশা মাত্র। এই আজব ঘটনা কেবল ভারতেই ঘটতে পারে। খবর: এনডিটিভি
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন