১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতস্মার্টফোনের চেয়েও পাতলা স্মার্টটিভি আনল ওয়ানপ্লাস। অ্যামাজন ইন্ডিয়াতে এই টিভির প্রিবুকিং শুরু হয়েছে। স্মার্টফোনের চেয়েও পাতলা এই স্মার্ট টিভির দামও নাগালের মধ্যেই।
ওয়ান প্লাসের টিভি ৩২, ৪৩ এবং ৫৫ ইঞ্চি সাইজে পাওয়া যাবে। তিন রকম ডিসপ্লে রেজুলিউশনে পাওয়া যাবে ওয়ানপ্লাসের এই স্মার্ট টিভি। এগুলো হলো- এইচডি, ফুল এইচডি এবং কোয়াড এইচডি রেজুলিউশন।
এই স্মার্ট টিভি অত্যন্ত স্লিক বেজেল, ডলবি সাউন্ড বিশিষ্ট। স্মার্টফোনের চেয়েও পাতলা এই স্মার্ট টিভির ফ্রেমের জন্য কার্বন ফাইবার বিশেষ অ্যালুমিনিয়াম খাদ দেওয়া হয়েছে। টিভির সঙ্গে যুক্ত স্পিকারগুলো ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে, ফলে ৫০ শতাংশ গভীর বেসের অভিজ্ঞতা মিলবে।
এই স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ রুপি থেকে (৩২ ইঞ্চি মডেলের দাম)। এর ৪৩ ইঞ্চি মডেলের দাম ২৯,৯৯৯ রুপি এবং ৫৫ ইঞ্চি মডেলের দাম ৪৯,৯৯৯ রুপি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন