১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতওয়েস্ট ইন্ডিজ ১৯৮৮ স্যার ভিভিয়ান রিচার্ডসের দলের সফরের পর ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ জিততে পারেনি। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটির চালকের আসনে ছিল ওয়েস্ট ইন্ডিজ। যোগ্যতর দল হিসেবেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ সিরিজটা ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ২-১। কিন্তু সেটা ছিল ঘরের মাঠে।
সাউদাম্পটন টেস্টে চার উইকেটের জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘবিরতির পর গত বুধবার এই ম্যাচের মধ্যদিয়ে মাঠে ফেরে ক্রিকেট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিকরা। কিন্তু ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২০৪ রানে গুঁটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ক্রেইগ ব্র্যাথওয়েটের ৬৫ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিলো স্বাগতিক ব্যাটসম্যানরা। এই ইনিংসে শ্যানন গ্যাব্রিয়েলের তোপের মুখেও ৩১৩ রান তুলে ফেলে ইংল্যান্ড। শ্যানন তুলে নেন পাঁচটি উইকেট। জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট খুইয়ে চাপে পড়ে সফররতরা। তবে ব্ল্যাকউডের ৯৫ রানের ইনিংসে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় হোল্ডার বাহিনী।
দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে 'ম্যান অব দ্য ম্যাচ' হন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন