১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতএবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। তবে তার অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সোহমের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে কিছু উপসর্গ দেখা দিয়েছিল তার শরীরে। এতেই সন্দেহ দানা বাঁধে তার মনে। সেই কারণে কোনরকম ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান অভিনেতা সোহম।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক নয়। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। অন্যদিকে, সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা কেউই আক্রান্ত নন।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার বেশ কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক-সহ পরিবারের ৪ সদস্য। সম্প্রতি সংক্রমিত হন রাজ চক্রবর্তী। করোনাকে জয় করে স্বাভাবিক জীবনেও ফিরেছেন প্রত্যেকে। এছাড়া টেলিভিশনের একাধিক অভিনেতাও সংক্রমিত হয়েছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন