১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতপশ্চিমবঙ্গের সাধক রতন কাহারের বিখ্যাত গান ‘গেন্দা ফুল’ চলতি বছরে প্রকাশ করেছিল র্যাপার বাদশা। নতুন ধাঁচে গানটি তুলে এনেছিলেন র্যাপার। এতে মডেল হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে গানে রতন কাহার নাম উল্লেখ না করায় বেশ সমালোচনার মুখে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক।
বয়োজ্যেষ্ঠ এ গীতিকারের গানটি নিয়ে কাজ করছেন কলকাতার সংগীত পরিচালক-তবলা বাদক বিক্রম ঘোষ ও পরিচালক অরিন্দম শীল। তিনি তৈরি করছেন নতুন ‘গেন্দা ফুল’। এতে এক ফ্রেমে হাজির হচ্ছেন জ্যাকুলিন, রতন কাহার ও কলকাতার দেবলীনা। আর এ উদ্যোগটি নিয়েছে একই প্রতিষ্ঠান, সনি মিউজিক।
বিক্রম বলেন, ‘ডিজে মিক্স হয় শুনেছি, রিমিক্স শুনেছি। কিন্তু তবলা বিট মিক্স! তখনই ঠিক করি যদি এটা তবলা মিক্স হয় তবে রতন কাহারকে দিয়েই গাওয়াবো।’
রতন কাহার কাজটি করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে বাদশার ‘গেন্দা ফুল’-এ অন্তরা ছিল না। নতুনটাতে সেটি থাকছে। নতুন করে অন্তরা লিখেছেন সুগত গুহ। গেয়েছেন ইমন। নতুন মিউজিক ভিডিওতে জ্যাকুলিনের মতোই লাল পেড়ে শাড়িতে দেখা যাবে দেবলীনা কুমারকে। থাকছেন জ্যাকুলিনও। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আসবে গানটি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন