১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবলিউডের তিন খান একসাথে চমক নিয়ে আসছে। বহু বছর ধরেই বলিউড শাসন করছেন খানেরা। দীর্ঘদিন ধরে প্রত্যেক খানই নিজেদের ছবিতে অভিনয় প্রতিভা দেখিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করলেও তাদের একসঙ্গে দেখা যায়নি কখনোই। তবে এবার সেটাই হতে চলেছে। একই ছবিতে হাজির হবেন অভিনেতা আমীর খান, শাহরুখ খান ও সালমান খান। খবর জিনিউজের।
তিন খানকে একই ছবিতে হাজির করার কৃতিত্ব অবশ্যই প্রযোজক আমির খানের। তার ছবি 'লাল সিং চাড্ডা'র দৌলতেই একসঙ্গে পর্দায় আসতে চলেছেন বলিউডের ৩ 'খান'।
এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিররের খবর, ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে শাহরুখ খান অভিনয় করেছেন তাঁর আলোচিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সিনেমার ‘রাজ’ চরিত্রে। যার শুটিং এরই মধ্যে শেষ করেছেন কিং খান। আর এই সিনেমায় নাকি সালমান খানকে দেখা যাবে তাঁর আলোচিত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার ‘প্রেম’ চরিত্রে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় সালমানের অভিনয়ের ব্যাপারটি এখনো চূড়ান্ত নয়। তবে আমির খান এই প্রসঙ্গে কথা বলেছেন সালমানের সঙ্গে।
‘লাল সিং চাড্ডা’ হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক। চলতি বছরেই এর শুটিং শুরু হবে। আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে। ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করবেন কারিনা কাপুর।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন