আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। গত ১৫ নভেম্বর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। পরদিন তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। হাসপাতালে তার সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছেন স্ত্রী ফারহানা ফারুক। তবে বাসায় থাকাকালীন বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ফারুকের মেয়ে ফারিহা তাবাশসুম পাঠান তুলসি।
এই অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচদিন ধরে করোনায় আক্রান্ত তুলসি।
বাবার সংস্পর্শে গিয়েই তার শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে খাবার ও ওষুধ গ্রহণ করছেন। তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরৎ।-অর্থসূচক
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন