সুন্দরবনে মৎস্যজীবীর জালে এক ঝাঁক ভোলা মাছ,বিক্রি...
সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জের রায়মঙ্গল নদীতে জেলে রফিকুল ইসলামের জালে ধরা পড়...
বিস্তারিতরাজধানীর মিরপুরের কালসীর বাস স্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৩ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার(২৫ নভেম্বর) দিবাগত রাত ২ টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান।
কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সার্চ টিম কোথাও কেউ হতাহত আছে কিনা তা দেখছে।
তিনি আরো জানান, এখানে বস্তির ছোট ছোট ঘরে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমরা তদন্ত কমিটি গঠন করে এ ব্যাপারে জানাতে পারব। বস্তি এলাকায় অনেক ধরণের অসতর্কতা দেখা যায়। আমরা এখনো হতাহতের খবর পাইনি। কালসীর বস্তিতে আগুনের ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, একই বস্তিতে ২০১৯ সালের গত ২৬ ডিসেম্বরে রাত ১২ টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনে বস্তির শতাধিক ঘর ভস্মীভূত হয়েছিল। বস্তির পাশে একটি ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছিলো।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন