আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতযুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স শুক্রবার থেকে ফাইজার ও বায়োএনটেকের উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিনের আকাশপথে প্রথম বড় চালানের পরিবহন শুরু করেছে। যুক্তরাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পাওয়ার পর পরিবহন কাজ শুরু করছে ইউনাইটেড এয়ারলাইন্স।এ ব্যাপারে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) শিকাগোর ও’হেয়ার এয়ারপোর্ট থেকে ব্রাসেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউনাইটেড।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ফাইজার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেস্যান্ট প্রেইরি ও জার্মানির কার্লশ্রুর গুদামের সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে। কার্গো বিমান ও ট্রাকের ভেতরে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের। ইউনাইটেডের পাশাপাশি অন্যান্য বিমান পরিবহন সংস্থাগুলোও ভবিষ্যতে ভ্যাকসিন পরিবহনের জন্য প্রস্তুতি নিচ্ছে।ফাইজার উৎপাদিত করোনাভাইরাসের টিকাটিকে সংরক্ষণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন