১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআজ ৩০ ডিসেম্বর, ২০২০। জেনে নিন আপনার আজকের রাশিফল-
মেষ: আর্থিক বিষয়ে কোনও ঝামেলার সম্মূখীণ হতে হবে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য হতে পারে। আর্থিক সঙ্কটের সম্মূখীন হতে পারেন। শরীর স্বাস্থ্য ভাল যাবে না। অস্থিরতার কারনে কাজে কর্মে বারবার ঝামেলার আশঙ্কা।
বৃষ: সাংবাদিকদের কাজে অগ্রগতি আশা করা যায়চাকরি ও আর্থিক ক্ষেত্রে দিনটি শুভ। সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে অশান্তি হতে পারে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্মভাবে ঝঞ্ঝাট মুক্ত হবে। ব্যবসাস্থানে কর্মচারী নিয়ে কোনো বিবাদ বাধতে পারে।
মিথুন: শারীরিক সমস্যা বাড়তে পারে। দিনের মধ্যভাগে বকেয়া কাজগুলো সেরে ফেলুন। সমাজের কোনো ভাল কাজ করবার সম্মান বাড়তে পারে।
কর্কট: সৃজনশীল কাজে অগ্রগতি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সংবাদ পেতে পারেন। কোনো লেনদেনের ব্যাপারে মনের ভেতর অস্থিরতা কাজ করবে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। অর্থভাগ্য মধ্যম প্রকার। সঞ্চয় খুব ভাল হবে না।
সিংহ: শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্ত অনুভাব করবেন। যেমন আয় বাড়বে ঠিক ব্যয়ও তার সঙ্গে থাকবে প্রচুর। বিলাসিতাতে খরচ বাড়বে বেশি।
কন্যা: পছন্দমতো কোনো বন্ধুকে সঙ্গে পাওয়াতে মনে আনন্দ। প্রেম বা বিবাহ জীবনে কোনো অচেনা অশান্তি আসতে পারে। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন।
তুলা: অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীক বিষয়ে কোনও নতুন অংশীদার নিতে পারেন। বিবাহিত জীবনে শান্তি ফিরবে। সম্পত্তি নিয়ে কোনো বিবাদ বাধতে পারে। কোনো নতুন খবর মনে আনন্দ বাড়াতে পারে।
বৃশ্চিক: মধ্যভাগে কোনো ভালো আশা পূরণ হতে পারে। ধীরে চলাফেরা করুন রক্ত চাপ বাড়তে পারে। সন্তানের কাজের ব্যাপারে চেষ্টা।
ধনু: প্রথম দিকে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মস্থানে সাহসের সঙ্গে কোনো পদক্ষেপ গ্রহণ করুন ভালো লাগবে। কোনো বন্ধুর জন্য গর্ব বোধ হবে।
মকর: কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না। আপনার নির্দেশ ভালো হবার জন্য কর্মস্থানে সুনাম বাড়তে পারে।
কুম্ভ: শরীরের দিকে কোনো অঙ্গের যন্ত্রণা বাড়তে পারে। ভুল চিকিৎসার জন্য নাজেহাল হতে হবে ও খরচ বৃদ্ধি পাবে।
মীন: অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। অংশিদারী ব্যবসায় নতুন কাজের যোগ প্রবল। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক কাজে অগ্রগতির সম্ভবনা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন