আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতহাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যথা নিয়ে পাঁচদিন চিকিৎসা নিতে হয়েছে ভারতী ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতিকে। বুধবার ফেরার কথা থাকলেও একদিন পর ফিরলেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০.৪৫ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন সৌরভ।
সৌরভ সাংবাদিকদের বলেন,'আমি সম্পূর্ণ সুস্থ। সবাইকে ধন্যবাদ জানাব। বিশেষ করে চিকিৎসক ও সাংবাদিকদের অনেক ধন্যবাদ। মেডিক্যাল টিম ঘন্টার পর ঘন্টার আমার জন্য লড়াই করে গিয়েছেন। তাঁদের অসংখ্য ধন্যবাদ। দেবী শেঠিকে অনেক ধন্যবাদ জানাব। উনি আমার জন্য সময় দিয়েছেন। সেই সঙ্গে সাংবাদিক বন্ধুরা ঘন্টার পর ঘন্টা হাসপাতালে বাইরে থেকে কভারেজ করে গিয়েছেন। সকলকে অনেক ধন্যবাদ। দ্রুতই কাজে ফেরার জন্যে মুখিয়ে রয়েছি। '
গত শনিবার সকালে বাড়িতে শারীরিক কসরৎ করার সময় মৃদু হৃদরোগে আক্রান্ত হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতালে নিয়ে গেলে এনজিওপ্লাস্টি করে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসান চিকিৎসকরা। এর পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন