আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। অবসরের পর এবার নাম লিখিয়েছেন অভিনয় জগতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় এই ক্রিকেটার অভিনীত ছবি কোবরা’র টিজার। সিনেমায় ইরফানকে দেখা যাবে তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায়।
গত ৮ জানুয়ারি মুক্তি পেয়েছে ইরফান পাঠানের প্রথম সিনেমা 'কোবরা'র টিজার। এই ছবিতে তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় দেখা যাবে ইরফানকে। 'কোবরা' সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণে তারকা অভিনেতা বিক্রম।
ছবিতে ইরফান পাঠানের চরিত্রটির নাম আসলান ইলমাজ। পুরো সিনেমায় যিনি খুঁজে বেড়িয়েছেন কোবরাকে। আর এই কোবরা হলেন একজন গণিতজ্ঞ। কোবরার চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা বিক্রম।
এই কোবরা প্রতিভাবান এক গণিতজ্ঞ। পাশাপাশি সে আবার বহুরূপীও। কোবরার ভূমিকায় দেখা যাবে বিক্রমকে। ভারতীয় মিডিয়া বলছে, ছবিতে নাকি কমবেশি ২০ রকমের চেহারায় দেখা যাবে বিক্রমকে। মুখোশের আড়ালে থাকা কোবরাকে কি ধরতে পারবে আসলান রূপি ইরফান পাঠান।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন