১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রামবাড়ি ডা.ইউনুস আলী খান ফাউন্ডেশন কার্যালয় চত্বরে সেবামূলক প্রতিষ্ঠান ডা.ইউনুস আলী খান ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে দেড় শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। বিশেষ অতিথি ছিলেন সেবামূলক প্রতিষ্ঠান শাহজাদপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি শাহবাজ খান সানি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক শফিকুর রহমান রোম,শহিদুল হক মির্জা,ইকবাল হাসান, রাশেদ আহমেদ, রফিকুল ইসলাম প্রমুখ।
মরহুম ডা.ইউনুস আলী খানের মেজ কন্যা কানিজ ফাতেমা মিতার অর্থায়নে এবং ডা.ইউনুস আলী খান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। শাহজাদপুর ছাড়াও মরহুমের জন্মস্থান পাবনার দুবলিয়া কর্মস্থল পোতাজিয়াতেও এ কম্বল বিতরণ করা হয়। কানিজ ফাতেমা মিতা জানান, এ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরণের কার্যক্রম করা হবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন