আক্ষেপ করে যেসব কথা বললেন মাহমুদুল্লাহ
সোমবার, জুন ২৯, ২০১৫
বিডিলাইভ রিপোর্ট :
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো ক্রিকেট খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম টানা দুটি সেঞ্চুরির দেখা পান মাহমুদুল্লাহ তিনি। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে নেমে আহত হয়েছিলেন রিয়াদ। একই দিন আহত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজাও।
মাশরাফি সুস্থ হয়ে ভারতের বিপক্ষে খেলতে পারলেও রিয়াদকে থাকতে হয় মাঠের বাইরে। গত বৃহস্পতিবার রিয়াদের হাতের ব্যান্ডেজ খোলা হয়। আগামী ৩ জুলাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। রিয়াদ এই ম্যাচে খেলতে পারবেন বলে মনে করেন। রিয়াদ এখন পুরোপুরি সুস্থ হওয়ার পথে।
আর আক্ষেপ করে ইনজুরিকালীন সময়ের অনুভূতি জানিয়েছেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেছেন, ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা কষ্টের। আমরা কখনোই আহত হয়ে মাঠের বাইরে থাকতে চাইনা।
ফর্মে থাকার পরে এভাবে দলের বাইরে চলে গেলে আরো বেশি খারাপ লাগে। রিয়াদ বলেন, দলে ফিরে ফর্ম ফিরে পাওয়াও একটি ব্যাপার। পরে তিনি বলেন, আশা করি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলব। কোনো সমস্যা হওয়ার কথা নয়।
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০১৫ (বিডিলাইভ২৪) //
এম এস
এই লেখাটি ২২৩০ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন