bdlive24

জন্মাষ্টমী উৎসবে লা মেরিডিয়ান ঢাকায় বিশেষ আয়োজন

মঙ্গলবার আগস্ট ২৩, ২০১৬, ১১:২৯ পিএম.


জন্মাষ্টমী উৎসবে লা মেরিডিয়ান ঢাকায় বিশেষ আয়োজন

বিডিলাইভ রিপোর্ট: প্রথমবারের মত লা মেরিাডিয়ান ঢাকায় উদযাপিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী জন্মষ্টমী উৎসব।শ্রীকৃষ্ণের জন্মৎসব পালনে নিরামিষ আর মিষ্টান্ন খাবারের বিশেষ আয়োজন থাকছে হোটেলটিতে। ২৫ এবং ২৬ আগস্ট সন্ধ্যা ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে থাকবে এই বিশেষ আয়োজন। ভারতীয় শেফ শমসের এর তত্বাবধানে এই বিশেষ আয়োজনে ভিন্নধর্মী নিরামিষ, ঐতিহ্যবাহী মিষ্টান্নর পাশাপাশি থাকছে চাট কর্ণার। জিভে জল আনা লোভনীয় চাট কর্ণারে সংযুক্ত থাকবে রকমারি চাট।
 
অতিথিবৃন্দ জন প্রতি ৩৬০০ ++ টাকায় বুফে ডিনার উপভোগ করতে পারবেন। পার্টনার ব্যাংক এবং টেলিকমিউনিকেশন গ্রাহকরা অবশ্য ‘একটি কিনে একটি ফ্রি’ অফার উপভোগ করতে পারবেন।
২৫ আগস্ট বৃস্পতিবার জন্মাষ্টমীর ছুটি থাকায় তিনদিনের ছুটির সুযোগ উদযাপনেও অফার নিয়ে এসেছে লা মেরিডিয়ান ঢাকা। ১১৯০০ টাকায় দুজন পূর্ণবয়স্ক দুটি বাচ্চসহ এই বিশ্বমানের হোটেলে রাত্রিযাপনের সুযোগ পাচ্ছেন। এই প্যাকেজে থাকছে সকালের নাস্তা, সুইমিং পুল, জিম, দুই জনের জন্য ৩০ মিনিটের থাই ম্যাসাজ এবং ওয়েলকাম ড্রিংক। তাছাড়া হোটেলে অবস্থানকালীন সময়ে সকল খাবারে থাকবে ২০% ছাড়।
 
টেবিল বুক করতে পারেন + ০১৯৯০৯০০৯০০ এই নম্বরে আর রুম রির্জাভেশনের জন্য +৮৮০১৯৯০৯০৯৯০৯ এই নম্বরে।


ঢাকা, আগস্ট ২৩(বিডিলাইভ২৪)// ম র
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.