bdlive24

নাপিতের ভূমিকায় ক্রিস গেইল!(ভিডিও)

বুধবার ডিসেম্বর ০৭, ২০১৬, ০৯:২৯ এএম.


নাপিতের ভূমিকায় ক্রিস গেইল!(ভিডিও)

বিডিলাইভ রিপোর্ট: ক্যারিবীয়ান এক ব্যাটিং দানবের নাম ক্রিস গেইল। তার মাঠে নামা মানেই ব্যাটিংয়ে তাণ্ডব। বরাবরের মতো এবারও তিনি বিপিএল মাতাতে এসেছিলেন। কিন্তু তেমন ভাল তিনি খেলতে পারেননি।

গেইল বিপিএল খেলতে এসেছিলেন চিটাগং ভাইকিংসের হয়ে। এদিকে, মঙ্গলবার এলিমিনেটর ম্যাচে রাজশাহী কিংসের কাছে হেরে বিপিএল শেষ হয়ে গেছে চিটাগং ভাইকিংসের।

গেইল দেখতে দানবের মতো। তাই মনে হতে পারে তিনি খুবই রুক্ষ মেজাজের মানুষ। আসলে কিন্তু তা নয়। তিনি খুবই হাস্যরসাত্মক একজন মানুষ। সোমবার ইউটিউবে আহমেদ শেহজাদের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায় ক্রিস গেইল শেহজাদের চুল কেটে দিচ্ছেন। এবং শেহজাদও বিষয়টি উপভোগ করছেন।

চুল কেটে দেওয়ার দৃশ্যটি ভিডিও করেন ক্রিস গেইল। সেটা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করার পর পরই ভাইরাল হয়ে যায়।


ঢাকা, ডিসেম্বর ০৭(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.