bdlive24

নিউ ইয়ারের জন্য অপেক্ষা অতিরিক্ত এক সেকেন্ড!

শনিবার ডিসেম্বর ৩১, ২০১৬, ১০:০১ এএম.


নিউ ইয়ারের জন্য অপেক্ষা অতিরিক্ত এক সেকেন্ড!

বিডিলাইভ রিপোর্ট: নতুন বছরকে শুভেচ্ছা জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তারপরেও শনিবারের পুরো দিনটাই পড়ে রয়েছে ইংরেজি নববর্ষকে আহ্বান জানানোর জন্য। নতুন বছরকে শুভেচ্ছা জানানোর উত্তেজনাও বাড়ছে সবার মধ্যে।

তবে, আসল কাউন্টডাউন শুরু হবে শনিবার মাঝরাতের কিছু আগে থেকে। 'টেন... নাইন... এইট.... টু... ওয়ান'। কিন্তু এ বছর কাউন্টডাউন ওয়ান-এ শেষ হবে না। কারণ, বৈজ্ঞানিক মতে মাঝরাতের আগেই একটি আস্ত সেকেন্ড যোগ হয়ে যাবে পৃথিবীর ঘড়ির সঙ্গে। যদিও, আমরা তা বুঝতেই পারব না।

পৃথিবীর, সূর্যকে প্রদক্ষিণ করার সময় বেড়ে গিয়েছে বিভিন্ন কারণে। সেই হিসেব অনুযায়ী, প্রয়োজন মত এক সেকেন্ড করে যোগ হয় 'ইউটিসি' বা 'কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম'-এর সঙ্গে।

১৯৭২ সাল থেকে এমন ভাবেই 'লিপ সেকেন্ড' যোগ হয়ে চলেছে পৃথিবীর ঘড়ির সঙ্গে। এ যাবৎ ২৬ লিপ সেকেন্ড যোগ হয়েছে। শেষবার যোগ হয়েছিল ২০১৫ সালের ৩০ জুন, রাত ২৩:৫৯:৬০-র সময়।


ঢাকা, ডিসেম্বর ৩১(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.