bdlive24

কাঠের আসবাব থেকে পানির দাগ ওঠান সহজেই

রবিবার ফেব্রুয়ারি ০৫, ২০১৭, ০৭:১৫ পিএম.


কাঠের আসবাব থেকে পানির দাগ ওঠান সহজেই

বিডিলাইভ ডেস্ক: গরম চায়ের কাপ অথবা কফির মগ টেবিল বা কাঠের আসবাবপত্রের উপরে রাখলে গোলাকার সাদাটে দাগ পড়ে যায়। এছাড়া ঠাণ্ডা পানির গ্লাস রাখার ফলেও এ ধরনের দাগ পড়ে কাঠের আসবাবে। কিছু কৌশল জানলে দৃষ্টিকটু এসব দাগ দূর করতে পারেন খুব সহজেই।

জেনে নিন কাঠের আসবাব থেকে সাদাটে দাগ কীভাবে দূর করবেন-
# ১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ চা চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। আসবাবের দাগযুক্ত স্থানে মিশ্রণটি চক্রাকারে ঘষে নিন। দূর হবে দাগ।
# দাগের উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখে দিন সারারাত। পরদিন শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।
# ১ চা চামচ লবণের সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়ে দাগের উপর ধীরে ধীরে ঘষুন। পাতলা কাপড়ের সাহায্যে ঘষবেন। কিছুক্ষণের মধ্যেই দূর হবে দাগ।
# নরম কাপড়ে সাদা টুথপেস্ট লাগিয়ে দাগের উপর ঘষুন। দাগ উঠে গেলে ভেজা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে ফেলুন পেস্ট। টুথপেস্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘষলেও দূর হবে দাগ।
# ভিনেগারের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নরম কাপড়ের সাহায্যে দাগের উপর লাগান। আরেকটি শুকনা কাপড়ের সাহায্যে মুছে নিন।


ঢাকা, ফেব্রুয়ারি ০৫(বিডিলাইভ২৪)// ই নি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.