bdlive24

প্রথমবার সৌদি পুঁজিবাজারে নারী প্রধান

রবিবার ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ০৯:৩৮ পিএম.


প্রথমবার সৌদি পুঁজিবাজারে নারী প্রধান

বিডিলাইভ ডেস্ক: মধ্যপ্রাচ্যের সবচেয়ে রক্ষণশীল দেশ সৌদি আরবে কদিন আগেও কর্মক্ষেত্রে নারীর প্রবেশকে যেখানে রক্ষণশীল হিসেবে দেখা হতো, সেখানে অর্থনীতির বড় চালকশক্তি পুঁজিবাজারের নেতৃত্বেও আসছে নারী।

আজ রোববার ব্লুমবার্গ বিজনেসের প্রতিবেদনে জানানো হয়, সৌদির স্টক এক্সচেঞ্জ তাদাউলের প্রধান নেতৃত্বে আসতে যাচ্ছেন সারাহ আল সুহায়মি নামের এক নারী। দেশটির ইতিহাসে এটি প্রথম কোনো ঘটনা।

সৌদিতে যেখানে গাড়ি চালানোর কাজে নারীদের এখনো অনুমতি দেওয়া হয় না। দেশের বাইরে বা বিয়ের জন্য এখনো দেশটিতে অভিভাবকদের অনুমতি নিতে হয়। এমন সময়ে তার এই নিয়োগকে অর্থনীতিতে নারী জাগরণের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সুহায়মি বর্তমান চেয়ারম্যান খালিদ আল রাবিয়াহ’র স্থলাভিষিক্ত হবেন।

বর্তমানে তিনি সৌদি আরবের আর্থিক খাতের কোম্পানি এনসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে সুহায়মি সৌদির ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রথম নারী প্রধান হিসেবে খ্যাতি অর্জন করেন। তার বাবা ২০০৬ সাল পর্যন্ত দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান ছিলেন।
ঢাকা, ফেব্রুয়ারি ১৯(বিডিলাইভ২৪)// এস এ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.