bdlive24

যোডিআকের জিটিএক্স ১০৮০ টিআই-এর প্রথম ঝলক

শনিবার মার্চ ০৪, ২০১৭, ০৪:১৯ পিএম.


যোডিআকের জিটিএক্স ১০৮০ টিআই-এর প্রথম ঝলক

মুহাম্মদ এখলাছুল হক: সবার দেখাদেখি এনভিডিআর পার্টনার যোডিআকও নিয়ে এলো তাদের জিটিএক্স ১০৮০ টিআই। আমরা জানি জি-ফোরস জিটিএক্স ১০৮০ টিআই-এ আছে ৩৫৮৪ কুডা কোর এবং এটি ওভারক্লক করা যায় ২ গিগাহার্জ পর্যন্ত।

যোডিআক-এর সাথে যোগ করেছে ঠাণ্ডা রাখার নিরেট সমাধান এবং কাস্টম পিসিবি। এই শীতলতার পেছনে রয়েছে ট্রিপল-ফ্যান যা বাতাসকে প্রবেশ করায় ঘন অ্যালুমিনিয়াম ডানার বিন্যাসে। এই বিন্যাসের সঙ্গে লাগানো রয়েছে অনেকগুলো তামার হিট-পাইপ যা তাপকে হিট-সিঙ্কের মাধ্যমে বের করে দেয়।কাস্টম পিসিবি-এর সাথে রয়েছে বেস প্লেট এবং ওয়াইড বোর্ড ডিজাইন। কার্ডটি ডুয়াল ৮ পিন দ্বারা চালিত যা একে বানায় ভাল ওভারক্লকের জন্য। তাছাড়া এখানে ব্যবহার করা হয়েছে পাওয়ার বুস্ট ২.০ ক্যাপাসিটর। এটি কোরে ওভার ক্লক রত অবস্থায় বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করে। এখানে ওভারক্লকারদের জন্য কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যেখানে ইউএসবি কানেক্টটরের মাধ্যমে কার্ডটির কিছু জিনিস নিয়ন্ত্রণ করা যাবে।
 
আরও আছে কাস্টমব্যাক-প্লেটের আরজিবি এলইডি। মূলত এর সব কিছুই নিয়ন্ত্রণ করা যাবে যোডিআকের নিজস্ব সফটওয়্যার ফায়ারস্টরম টিউনিং ইউটিলিটির মাধ্যমে।

যুক্তরাষ্ট্রে এর বাজারমূল্য হয়ত ৬৯৯ ডলারের চেয়ে একটু বেশী হবে।


ঢাকা, মার্চ ০৪(বিডিলাইভ২৪)// ই নি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.