bdlive24

প্রতি সেকেন্ডে ডাউনলোড হবে ৬০টি সিনেমা!

মঙ্গলবার মার্চ ২১, ২০১৭, ০৬:২৮ এএম.


প্রতি সেকেন্ডে ডাউনলোড হবে ৬০টি সিনেমা!

বিডিলাইভ ডেস্ক: বর্তমানে সবচেয়ে দ্রুতগতির যে ওয়াই-ফাই রয়েছে, তারচেয়ে আরও ৪০০ গুণ বেশি দ্রুতগতির ওয়াই-ফাই উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। নতুন এই ওয়্যারলেস ইন্টারনেট সিস্টেমে ডিভাইসে ডাটা পৌঁছাতে আলোকরশ্মির মতো ইনফ্রারেড ব্যবহৃত হয়েছে এবং বেশি ব্যবহারকারীতেও এটি ধীরগতির হবে না।

যুক্তরাজ্যের ইন্ডোভেন ইউটিভার্সিটি অব টেকনোলজির গবেষকরা এই সুপার ফার্স্ট ওয়্যারলেস ইন্টারনেট উদ্ভাবন করেছেন, যার বিস্ময়কর ডাউনলোড গতি সেকেন্ডে ৪২ জিবি। অর্থাৎ এটি দিয়ে প্রতি সেকেন্ডে ৬০টি সিনেমা ডাউনলোড করা যাবে।

যেহেতু প্রতিটি ডিভাইসের নিজস্ব নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য আছে, তাই যখন এই নেটওয়ার্কে একাধিক ব্যবহারকারী থাকবে তখন গতি হ্রাস পাবে না। এছাড়াও এই নেটওয়ার্ক ব্যবস্থা অন্যান্য নেটওয়ার্ক দ্বারা ঝামেলায় পড়বে না। এই সিস্টেমটি খুবই সহজ এবং সাশ্রয়ী সেটআপ সুবিধার। সকল প্রকার ওয়্যারলেস ডিভাইসের সঙ্গে মানানসই আধুনিক এই নেটওয়ার্ক ব্যবস্থা।

পরীক্ষামূলক প্রকল্পে গবেষকরা ২.৫ মিটার দূরত্বের মধ্যে প্রতি সেকেন্ডে ৪২.৮ গিগাবিট স্পিড পেয়েছেন।

গবেষকরা প্রত্যাশা করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সবার জন্য এই উচ্চ স্পিডের ওয়াই-ফাই নিয়ে আসা সম্ভব হবে। সূত্র: মিরর


ঢাকা, মার্চ ২১(বিডিলাইভ২৪)// ই নি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.