bdlive24

শেখ হাসিনা আমাদের রোল মডেল: আমিরাতের স্পিকার

সোমবার এপ্রিল ০৩, ২০১৭, ১১:৪৭ এএম.


শেখ হাসিনা আমাদের রোল মডেল: আমিরাতের স্পিকার

বিডিলাইভ রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের নারী স্পিকার আমাল আল কুবাইসি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের জন্য ‘রোল মডেল’ বলে মনে করেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী স্পিকার বর্তমানে ঢাকায় রয়েছেন। আইপিইউ সম্মেলনে যোগ দিতে আসা কুবাইসি রোববার বিকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়  প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে ইউএইর স্পিকার বলেন, আপনি আমাদের জন্য উল্লেখযোগ্য রোল মডেল।’

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতা তৈরির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।ইসলাম ধর্মের নামে সন্ত্রাস-জঙ্গিবাদের নিন্দা জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব।

এদিন গণভবনে আইপিইউ সম্মেলনে যোগ দিতে আসা ১৯ দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার গণভবনে দেখা করেন।


ঢাকা, এপ্রিল ০৩(বিডিলাইভ২৪)// জে এস
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.