bdlive24

উন্মোচন হলো মঙ্গলে বাসগৃহের নকশা

বুধবার এপ্রিল ০৫, ২০১৭, ০৬:৪৪ এএম.


উন্মোচন হলো মঙ্গলে বাসগৃহের নকশা

বিডিলাইভ ডেস্ক: নাসার ল্যাংলি রিসার্চ সেন্টারের গবেষকগণ একদল স্থপতির সাথে মিলে বাড়ির জন্য এমন একটি ধারণা গ্রহণ করেছেন যাকে বলা যায় ‘মঙ্গলের বরফগৃহ’। মঙ্গলে মানুষ পাঠানোর পর তাদের বাসগৃহ কেমন হবে সেই নকশা উন্মোচন করেছে নাসা।

নাসার সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার কেভিন ভিপাভেটজ বলেন, ‘প্রয়োজন, লক্ষ, সীমাবদ্ধতা এসব নিয়ে একটি দিন মাথা ঘামানোর পর আমরা অনেক উদ্ভট ধারণার কথা ভেবেছি এবং অবেশেষে এই বরফ বাড়ির নকশার সিদ্ধান্তে উপনীত হয়েছি। নাসার এই বরফ বাড়ির বেশ কিছু সুবিধা আছে। এটি হালকা এবং সহজে একস্থান থেকে অন্য স্থানে সরল রোবটযানের মাধ্যমে বয়ে নিয়ে যাওয়া যাবে। তারপর বসবাসকারীরা পৌঁছানোর আগেই পানি ঢেলে প্রস্তুত করে নেওয়া যাবে।’

আশ্রয়ের গৃহটিতে থাকার জন্য এটিকে মহাজাগতিক রশ্মি এবং বিকিরণ হতেও সুরক্ষিত হতে হবে। এই কাজের জন্য ভূঅভ্যন্তরীণ কক্ষই সবচেয়ে কার্যকর হতো কিন্তু তার জন্য অত্যন্ত ভারী সরঞ্জামের প্রয়োজন যা মঙ্গলে বয়ে নিয়ে যাওয়া দুঃষ্কর। কাজেই এমন একটি বিকল্প নির্মাণ সামগ্রীর প্রয়োজন ছিলো যা এ ধরনের প্রতিরোধের জন্য কার্যকর হবে। বরফ এই ক্ষেত্রে বেশ উপযুক্ত।

নাসার প্রধান উদঘাটক কেভিন কেম্পটন বলেন, ‘মহাশূন্যে কয়েকমাস ভ্রমন শেষে যখন আপনি মঙ্গলের মাটিতে অবতরণ করবেন এবং সেখানে আপনার জন্য নতুন বাড়ি প্রস্তুতকৃত থাকবে তখন আপনার জন্য দিনটি বেশ চমৎকার হিসেবে দেখা দেবে।’


ঢাকা, এপ্রিল ০৫(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.