bdlive24

আজ মুক্তি পাচ্ছে সাইমন-মিষ্টির 'তুই আমার'

শুক্রবার এপ্রিল ২১, ২০১৭, ১২:৩২ এএম.


আজ মুক্তি পাচ্ছে সাইমন-মিষ্টির 'তুই আমার'

বিনোদন রিপোর্ট: প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আসছেন নায়িকা মিষ্টি জান্নাত এবং নায়ক সাইমন সাদিক। এ জুটির প্রথম ছবি 'তুই আমার' আজ শুক্রবার সারাদেশের ৭০ টির বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

ছবিটি পরিচালনা করেছেন সজল আহমেদ। ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রিতম। নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল।

ছবির বিষয়ে বিডিলাইভকে মিষ্টি বলেন, ''এই ছবির প্রতি আমার অন্যরকম দুর্বলতা রয়েছে। গল্প, গান সব কিছুতেই সঙ্গে ছিলাম। গানগুলো বেশ সুন্দর হয়েছে। গল্পটি গতানুগতিক ধারার বাইরের। সাইমনের সঙ্গে প্রথমবার ছবিতে জুটি হয়েছি।''

তিনি আরো যোগ করেন, ''আমি জমিদার বাড়ির মেয়ের চরিত্রে কাজ করেছি। আর সাইমন থাকে ওই বাড়ির আশ্রিত ছেলে। আমাদের দু’জনের মধ্যে ভাল লাগা থেকে ভালোবাসার তৈরি হয়। দু’জনের সম্পর্ক থাকে বন্ধুত্বের। নানান মজার ঘটনা ও ভালোবাসায় বাধা নিয়েই গল্প ভিন্ন পথে মোড় নেয়। ছবিটি সবার ভাল লাগবে বলে আমার বিশ্বাস।''


ঢাকা, এপ্রিল ২১(বিডিলাইভ২৪)// কে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.