bdlive24

মাঠে বাবাকে দেখে মহাখুশি ওয়ার্নার রাজকন্যা

বৃহস্পতিবার মে ০৪, ২০১৭, ০৪:২৭ পিএম.


মাঠে বাবাকে দেখে মহাখুশি ওয়ার্নার রাজকন্যা

বিডিলাইভ ডেস্ক: ছোট্র শিশু। কি-বা বুঝেন। তবুও বাবাকে দেখে চিনতে ভুল করেননি।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লির ম্যাচ চলাকালীন মাঠে খেলা দেখতে আসেন ওয়ার্নার স্ত্রী ক্যানডিস ওয়ার্নার এবং ছোট মেয়ে ইন্ডি।

ক্যানডিস হাত দিয়ে যখন ওয়ার্নারকে দেখাচ্ছে তখন এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইন্ডি। অনেক খোঁজাখুঁজির পর বাবাকে পেল সে।

বাবার মুখখানা দেখে ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’। হাসিটা কিছুতেই মুখ থেকে সরছে না তার। এমন দারুণ একটা মুহূর্তের ছবি ধরা পড়ল ক্যামেরার ফ্রেমে।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ভারতে আইপিএল খেলতে এসে সময়টা বেশ উপভোগ করেন ওয়ার্নার। সময় পেলেই পরিবার নিয়ে ভারত ভ্রমণে বের হন ওয়ার্নার। কখনও আবার দুই মেয়ে আইভি মে আর ইন্ডিকে নিয়ে হাঁটতে বের হন ওজি তারকা।


ঢাকা, মে ০৪(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.