bdlive24

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

রবিবার মে ১৪, ২০১৭, ০৯:২৭ এএম.


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

প্রবাসী ডেস্ক: ওমরাহ শেষে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। শনিবার হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী বলে জানা গেছে। এছাড়া নিহত গাড়িচালক মাসুদের বাড়ি দিনাজপুর। গত এক সপ্তাহ আগে দুই সন্তান, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরবে যান তিনি।
 
শুক্রবার ওমরাহ শেষে বাফার-আল বাতিন যাওয়ার পথে শনিবার ভোর ৫টায় এই দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়িচালক মাসুদ ঘটনাস্থলেই মারা যান। আব্দুল আজিজ হাসপাতালে নেয়ার পর মারা যান।
 
আব্দুল আজিজের স্ত্রী এবং শাশুড়ি মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা, মে ১৪(বিডিলাইভ২৪)// পি ডি
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.