bdlive24

দুই রাজ্যে করমুক্ত শচীনের বায়োপিক

সোমবার মে ২২, ২০১৭, ০৫:২৭ পিএম.


দুই রাজ্যে করমুক্ত শচীনের বায়োপিক

বিডিলাইভ ডেস্ক: গ্যালারিতে এখনও সমর্থকদের হাতের প্ল্যাকার্ডে লেখা থাকে ‘ক্রিকেট যদি ধর্ম হয়, শচীন আমাদের ঈশ্বর’৷ সেই ঈশ্বররের জীবনকাহিনী ফুটে উঠবে সিলভার স্ক্রিনে৷

বছর সাতেক আগে যখন তার কাছে প্রস্তাবটা প্রথম এসেছিল, শচীন টেন্ডুলকর একটা কথাই বলেছিলেন— 'আমি কিন্তু অভিনয় করব না'। ২৬ মে মুক্তি পেতে চলেছে শচীনের বায়োপিক— 'শচীন: আ বিলিয়ন ড্রিমস'। আর তাতে অভিনয় করছেন মাস্টার ব্লাস্টার, তবে সেই 'হ্যাঁ' বলতে অনেক সময়ও নিয়েছিলেন তিনি। সেই ‘শচীন’ সিনেমার মুক্তির অপেক্ষায় কয়েক কোটি দর্শক৷

এর আগে আরো এক সুখবর সিনেপ্রেমীদের জন্য ছত্তিশগড় ও কেরালায় এই ছবিটি কর-মুক্ত করা হচ্ছে।

নির্মাতাদের বিশ্বাস এই ছবিটি দেখতে আরও মানুষকে টেনে আনবে এবং ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ এর অনুপ্রেরণা আরও ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে।

সম্প্রতি মুম্বাইয়ের এক সাংবাদিক বৈঠকে ছবির প্রযোজক রবি ভগচন্দকা বলেন, 'আমরা খুব খুশি যে ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ কেরালা ও ছত্তিশগড় এই দু’টি রাজ্যতে করমুক্ত করা হয়েছে'। কর-ছাড়ের জন্য দুই রাজ্যের সরকারের কাছে ধন্যবাদ জানাই৷ আরও বেশি সংখ্যক মানুষ শচীন টেন্ডুলকরের জীবনকাহিনীটি পর্দায় দেখতে পারবেন এবং এই ছবি তাদেরকে অনুপ্রাণিত করবে৷


ঢাকা, মে ২২(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.