bdlive24

ঝটপট নিজেকে সাজাবেন যেভাবে

মঙ্গলবার মে ৩০, ২০১৭, ১১:২৮ এএম.


ঝটপট নিজেকে সাজাবেন যেভাবে

বিডিলাইভ ডেস্ক: দিনের বেলা বাইরে বের হলে প্রথমে চাই সানস্ক্রিনের সুরক্ষা বর্ম। তেলতেলে ভাব কাটানোর জন্য এর উপর লাগান মিনারেল পাউডার। সানকিস্ড লুক চাইলে, মিনারেল পাউডারের উপর লাগাতে হবে ব্রনজার (কপালে, চিকবোনে, নাকের ঠিক উপরের অংশে লম্বালম্বিভাবে ও চিনে)। এরপর লাগান অয়েল ফ্রি আইলাইনার ও মাসকারা।

বর্তমান সিজনে পোশাকে সাদা, বেজ, পিঙ্ক বা সবুজের স্নিগ্ধতাই বেশি়। তাই ঠোঁটে গাঢ় রঙা লিপস্টিক কিংবা উজ্জ্বল সবুজ-নীল রঙের আইলাইনার সেই রঙের ঘাটতি পূরণ করতে কার্যকর।

# মেকআপ করতে বসার আগে ঠান্ডা হয়ে বসাটা খুব দরকার। সন্ধেবেলার জন্য থাকবে অয়েল ফ্রি ময়শ্চরাইজারের টাচ। তার উপর প্রাইমার, যা ঢেকে দেবে স্কিনটোনের খুঁত। এর উপর মিনারেল পাউডার দেবে মেকআপ ফিনিশ। ঘামও হবে কম। এর উপর থাকুক ব্রনজারের ছোঁয়া। মাঝের দুটো আঙুল দিয়ে ব্লাশার লাগাতে পারেন। টান হবে নীচ থেকে উপরে। তবে শিমার ও ফাউন্ডেশন নো-নো।
Make up
# সবশেষে ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা এবং ঠোঁটে থাকবে মানানসই লিপস্টিক।

# এবার পোশাকের সঙ্গে মানানসই হ্যান্ডব্যাগ ও জুতা পরে নিন। ব্যাস এখন তৈরি যেকোনো জায়গায় বের হওয়ার জন্য।


ঢাকা, মে ৩০(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.