হলি আর্টিজানে হামলার তদন্ত প্রতিবেদন ১৬ জুলাই
বুধবার, মে ৩১, ২০১৭
বিডিলাইভ রিপোর্ট :
রাজধানীর গুলশানে আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৬ জুলাই (চার্জশিট) জমা দেওয়ার নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু প্রতিবেদন না আসায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন এ দিন ধার্য করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশীসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় আইনশৃংখলা বাহিনীর যৌথ অভিযান ‘অপারেশন থান্ডার বোল্ডে’ পাঁচ জঙ্গি নিহত হয়। অভিযানে এক জাপানি ও দুজন শ্রীলংকানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
ওই ঘটনায় ৪ জুলাই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
এ মামলায় গ্রেপ্তার হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও গত ২৬ জুলাই মধ্যরাতে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের পর একমাত্র জীবিত অবস্থায় ধরা পড়া জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান কারাগারে আছেন।
ঢাকা,
বুধবার, মে ৩১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এ
এই লেখাটি ০ বার পড়া হয়েছে