bdlive24

মাদুরো বিরোধী বিক্ষোভের ডাক বিরোধী দলীয় নেতার

মঙ্গলবার জুন ০৬, ২০১৭, ০৬:৩৭ পিএম.


মাদুরো বিরোধী বিক্ষোভের ডাক বিরোধী দলীয় নেতার

বিডিলাইভ ডেস্ক: ভেনিজুয়েলায় কারাবন্দী প্রধান বিরোধী দলীয় নেতা লিওপলদো লোপেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘স্বৈরশাসনের’ বিরুদ্ধে রাজপথে আরো বিক্ষোভের ডাক জানিয়েছেন।

রোববার তার সেলফোনে এক ভিডিও বার্তায় তিনি এ ডাক দেন।

লোপেজ (৪৬) বারবারই কেবলমাত্র শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের কথা বলে এসেছেন। ভেনিজুয়েলায় প্রসিকিউটররা জানান, গত ১ এপ্রিল থেকে মাদুরোর পক্ষে-বিপক্ষে বিক্ষোভ চলাকালে প্রায় ৬৫ জন নিহত হয়। ১ এপ্রিল থেকে প্রায় প্রতিদিন দেশটিতে এ ধরনের বিক্ষোভ চলছে।

বিরোধী দল ও মাদুরো বিরোধী বিক্ষোভকারীরা ভেনিজুয়েলায় ব্যাপকভাবে অজনপ্রিয় এ প্রেসিডেন্টকে উৎখাতে আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। তাদের অভিযোগ, দেশ শাসনে মাদুরোর ব্যর্থতার কারণে ভেনিজুয়েলার অর্থনীতি চরম ঝুঁকির মুখে পড়েছে।


ঢাকা, জুন ০৬(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.