bdlive24

‘সকলের অংশগ্রহণের নির্বাচনে আমরা শেখ হাসিনাকেও চাই’

রবিবার জুন ১১, ২০১৭, ০৮:৪৫ এএম.


‘সকলের অংশগ্রহণের নির্বাচনে আমরা শেখ হাসিনাকেও চাই’

বিডিলাইভ রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রোজার ঈদ শেষ হয়ে গেলে এই জুলুম-অত্যাচার-অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে হবে। আমাদের ২০ দলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা এদেশে একটা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচন সহায়ক সরকারের অধীনে হবে।

খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা মার্কা নির্বাচন চলবে না। সকলের অংশগ্রহণের সেই নির্বাচনে আমরা শেখ হাসিনাকেও চাই।
 
শনিবার ঢাকার হোটেল পূর্বাণীতে এক ইফতার পার্টিতে খালেদা জিয়া এ সব কথা বলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এই ইফতার পার্টির আয়োজন করেন।
 
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে খালেদা জিয়া বলেন, প্রতিনিয়ত দেশের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। গরীব মানুষ দুই বেলা পেট ভরে খেতেও পায় না। এর মধ্যে গ্যাস, বিদ্যুতের দাম বাড়ছে। চাল-ডাল-তেল-লবন-সববি সব কিছুর দাম জনগণের ক্রয় ক্ষমতায় বাইরে চলে গেছে। মানুষ একটু শান্তিতে বাঁচার মতো অবস্থাতে নেই। জনগণ চায় দেশের শান্তি, দেশের অগ্রগতি। কিন্তু বাংলাদেশে মানুষের অগ্রগতি নেই, আছে শুধু একটা দলের উন্নতি, তাদের কোনো কিছু সমস্যা নাই, তারা মহা আনন্দে আছে। তারা এভাবেই থাকতে চায়। সেজন্য স্বাভাবিকভাবে মানুষ অস্থির হয়ে পড়েছে। রোজার পরে জনগণ নিজেরাই ঐক্যবদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।


ঢাকা, জুন ১১(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.