বস আছে তোর মাঝে রে, বস আছে তোর কাছে রে, বস তো আমরা সবাই রে বস... যৌথ প্রযোজনার 'বস ২' সিনেমার টাইটেল গান।
সিনেমাটির দু'টি টিজার ও দু'টি গানের পর এবার প্রকাশ করা হল এই টাইটেল গান। জিৎ গাঙ্গুলির সঙ্গীত পরিচালনায় গানটিতে কন্ঠ দিয়েছেন অমিত মিশ্রা। গানটি লিখেছেন প্রিয়।
বাবা যাদব এর পরিচালনায় ২০১৩ সালে মুক্তি পাওয়া কলকাতার 'বস: বর্ন টু রুল' সিনেমার দ্বিতীয় কিস্তি যৌত প্রযোজনার 'বস: ব্যক টু রুল'।
সিনেমাটির মূল চরিত্রে রয়েছেন জিৎ, শুভশ্রী, নুসরাত ফারিয়া, ইন্দ্রনীল সেনগুপ্ত ও অমিত হাসান। আসছে ঈদ উপলক্ষে আগামী ২৫ জুন সিনেমাটি বাংলাদেশ ও কলকাতায় মুক্তি দেয়া হবে।
ঢাকা, রবিবার, জুন ১১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ এই লেখাটি ৬৩ বার পড়া হয়েছে