bdlive24

সচিবালয় ঘেরাওয়ে পুলিশি বাধার মুখে বাম দলগুলো

মঙ্গলবার জুন ১৩, ২০১৭, ০৪:২০ পিএম.


সচিবালয় ঘেরাওয়ে পুলিশি বাধার মুখে বাম দলগুলো

বিডিলাইভ রিপোর্ট: সিপিবি বাসদসহ বাম দল গুলো গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাবে সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাওর সময় পুলিশের বাধার শিকার হয়।

এ সময় পুলিশের বাধায় নেতা কর্মীরা ভিতরে প্রবেশ করতে না পেরে, সচিবালয় গেটের সামনে বসে পড়ে, তখন জাসদের নেতা জুনায়েদ সাকি বলেন, এই সরকার জনগণের নয়, জালিমের সরকার।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, গ্যাস বিদ্যুতের দাম কমান অন্যথায় ২০৪১ সাল দুরের কথা ২০২১ ও কপালে জুটবেনা।

অর্থ মন্ত্রীর সমালোচনা করে সাকি বলেন, এই বাজেট নাকি উনার জীবনের সেরা বাজেট, জনগনের টাকা লুট করার মত বাজেট সেরা বাজেটতো হবেই।

সমাবেশে বিভিন্ন বাম দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করে।


ঢাকা, জুন ১৩(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.