bdlive24

গুয়েতেমালায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

বৃহস্পতিবার জুন ১৫, ২০১৭, ০১:১৪ পিএম.


গুয়েতেমালায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

বিডিলাইভ ডেস্ক: গুয়েতেমালা ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। অনেক এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে এবং বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

ভূকম্পন সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গুয়াতেমালা সিটির প্রায় ১৫৬ কিলোমিটার পশ্চিমে।

গুয়াতেমালার দুর্যোগ মোকাবেলা বিষয়ক জাতীয় সমন্বয়ক জানান, রাজধানীসহ প্রায় সারাদেশেই ভূকম্পন অনুভূত হয়। এছাড়া প্রতিবেশী দেশ মেক্সিকোতেও ভূমিকম্প আঘাত হানে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। ভূমিকম্পের পর ভিডিও ফুটেজে উদ্ধারকারী দলকে গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে ধসে পড়া ঘরবাড়িতে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যাচ্ছে।

এদিকে মেক্সিকোর সরকারি কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে ভূমিকম্পে ১১ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। এতে ২০টি ঘরবাড়ি ও পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।


ঢাকা, জুন ১৫(বিডিলাইভ২৪)// জে এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.