bdlive24

খালেদাকে সুস্থ রাজনীতি করার আহ্বান প্রধানমন্ত্রীর

শুক্রবার জুন ১৬, ২০১৭, ১১:৩৪ এএম.


খালেদাকে সুস্থ রাজনীতি করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিডিলাইভ রিপোর্ট: ‘ধ্বংস, হত্যাযজ্ঞ ও দুর্নীতি ছেড়ে’ খালেদা জিয়াকে সুস্থ রাজনীতির পথে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় এ আহ্বান জানান তিনি। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য দেশকে উন্নত করা আর বিএনপির উদ্দেশ্য দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া।

বিএনপি চেয়ারপাসন খালেদার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, দুর্নীতি করে এতিমের টাকা যারা চুরি করে খেয়েছে। আর মামলা মোকাবিলা করতে ভয় পায়। ১৪০ বার সময় নিয়ে ১৫০ বার উচ্চ আদালতে রিট করে হেরে যায়।

বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দিয়ে সঠিক, সুস্থ রাজনীতির পথে আসুন।

সেইসঙ্গে ২০১৪ নির্বাচনে ‘না আসার ভুল’ থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সফর শেষে  লন্ডন হয়ে শনিবার প্রধানমন্ত্রীর দেশে পৌঁছানোর কথা রয়েছে।


ঢাকা, জুন ১৬(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.