bdlive24

বৃষ্টির জলে আগুন জ্বলে সবজিতে

শুক্রবার জুন ১৬, ২০১৭, ০৩:৫৬ পিএম.


বৃষ্টির জলে আগুন জ্বলে সবজিতে

বিডিলাইভ রিপোর্ট: গত কয়েকদিনের টানা বৃষ্টিকে অজুহাত করে সবজির দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর খুচরা বাজারগুলোতে সব সবজির দামই বেড়েছে। আজ শুক্রবার সব ধরনের সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

মাছ-মাংসের দামও বেশ চড়া। ব্রয়লার ও লেয়ার মুরগির দামও বেড়েছে কেজিতে ৫ টাকা। তবে রসুনের দাম কিছুটা কমেছে। রাজধানীর মিরপুর শেওড়াপাড়া, মহাখালীসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সবজি ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের টানা বর্ষণে সবজির সরবরাহ কমেছে তাই অধিকাংশ সবজি ও মাছ মাংসের দাম কিছুটা বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ সুযোগ পেলেই বিক্রেতারা দাম বাড়িয়ে দেন। বৃষ্টিটা কেবলমাত্র অজুহাত।

অাজ শেওড়াপাড়া কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুণ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়; যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা; গত সপ্তাহে যা ছিল ৬০ টাকা। শশা ও খিরা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়; যা গত সপ্তাহে ছিল ২০-২৪ টাকা। লেবু প্রতিহালি ৩০ টাকা; যা গাত সপ্তাহে ছিল ২৪ টাকা।

সবজি বিক্রেতা মইনুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে গাড়ি অাসতে পারে না তাই এ সপ্তাহে বেশিরভাগ সবজির দাম একটু বেশি।

ক্রেতা অামজাদ হুসেন বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরণের সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেশি। সিটি কর্পোরেশন গরু ও খাসির দাম নির্ধারণ করে দিলেও সে দামে মাংস পাওয়া যাচ্ছে না। নতুন করে এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে।

তিনি বলেন, রমজানের শুরুতে সব ধরনের পণ্যের দাম বাড়ায় ব্যবসায়ীরা পরে আর কমে না। এতে সমস্যায় পরতে হয় আমাদের মতো কম অায়ের মানুষদের। এসব দেখার কেউ নেই।

বাজার ঘুরে অারো দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি সাদা আলু বিক্রি হচ্ছে ১৭ থেকে ২৩ টাকা; যা গত সপ্তাহে ছিল ১৬-২২ টাকা। বাধাকপি প্রতিপিচ ৫০ টাকা; যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা, করলা প্রতিকেজি ৫০ থেকে ৫৫ টাকা; য গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা; যা গত সপ্তাহে ছিল ৪৫-৫০ টাকা।

এছাড়া শিম ৬০-৭০ টাকা, মুলা ৪০ টাকা, ধুন্দল, ঝিঙা ৪০ থেকে ৪৫ টাকা, পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়ার পিচ ১৫-২০ টাকা, বরবটি ৪০-৫০ টাকা, ঢেঁড়স, কচুরলতি ৪০ টাকা এবং কাঁচা কলা প্রতিহালি ২৪-৩২ টাকা।

প্রতি আঁটি লাল শাক, পালং শাক গত সপ্তাহের থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০ টাকা, পুঁই ও ডাটা শাক ২০-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দেশি পেঁয়াজ প্রকারভেদে কেজি প্রতি ৩০-৩২ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৫-২৮ টাকা বিক্রি করছেন বিক্রেতারা। শুক্রবার প্রতিকেজি ১০ থেকে ২০ টাকা কমে দেশি রসুন ১৩০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে যা হঠাৎ করে বেড়ে ১৪০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছিল।

সিটি কর্পোরেশন প্রতি কেজি গরুর মাংসের দাম ৪৭৫ টাকা নির্ধারণ করে দিলেও তা বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। একইভাবে খাসির মাংসের দাম ৭২৫ টাকা নির্ধরিত থাকলেও তা বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি কেজিতে ৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। এছাড়া এক কেজি ওজনের প্রতি পিস কক মুরগি ২৪০ থেকে ২৬০ টাকা ও দেশি মুরগি ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অাজ শুক্রবার মহাখালী মাছের বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের মাছের দাম প্রতি কেজি বেড়েছে ৫ থেকে ২০ টাকা। প্রতি কেজি রুই ২৬৫-৩৬৫ টাকা, কাতলা ৩৬০ টাকা, তেলাপিয়া ১৩৫-২০০, সিলভার কার্প ১৮০-২০০ টাকা, আইড় ৪৫০-৬০০ টাকা, বাইলা মাছ প্রকার ভেদে ৩০০-৪৫০ টাকা, বাইন মাছ ৪০০-৫০০ টাকা, গলদা চিংড়ি ৪৫০-৮০০ টাকা, পুঁটি ২০০-৩৫০ টাকা, পোয়া ৪০০-৪৫০ টাকা, মলা ৩২০-৩০০ টাকা, পাবদা ৫০০-৬০০ টাকা, বোয়াল ৪৫০-৫০০ টাকা, শিং ৪০০-৭০০, দেশি মাগুর ৪০০-৭০০ টাকা, শোল মাছ ৩৫০-৫০০ টাকা, পাঙ্গাস ১৪০-১৬০ টাকা, চাষের কৈ ২০০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়।

ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। ফার্মের লাল ডিম প্রতি হালি ২৮-৩০ টাকা, দেশি মুরগির ডিম ৪৪ টাকা ও হাঁসের ডিম ৪০-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।


ঢাকা, জুন ১৬(বিডিলাইভ২৪)// এস এ
 
        print

এই বিভাগের আরও কিছু খবর







মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows




bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.