bdlive24

লন্ডনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০

শুক্রবার জুন ১৬, ২০১৭, ০৮:১৪ পিএম.


লন্ডনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০

বিডিলাইভ ডেস্ক: লন্ডনের ২৭ তলা বিশিষ্ট গ্রীনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে বা বুধবার শুরুর পর কোনো এক সময় গ্রিনফেল টাওয়ার নামে ওই ভবনটিতে আগুন লেগে মূহুর্তের মধ্যে পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।

পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি শুক্রবার বলেছেন, 'অগ্নিকাণ্ডের পর অন্তত ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে'।

নিহতদের সবার পরিচয় কখনওই শনাক্ত করা সম্ভব হবে না বলে পুলিশ এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছে।

বিবিসি জানায়, নর্থ কেনসিংটনের পুড়ে যাওয়া ভবনটিতে তৃতীয় দিনের মত উদ্ধার অভিযান চলছে। তবে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা।

অপরাধমূলক কোনও কিছু ঘটেছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। আহত ২৪ জন এখনও হাসপাতালে আছে এবং ১২ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।


ঢাকা, জুন ১৬(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.