bdlive24

প্রটোকল ভেঙে দৌড়ে বাংলাদেশিদের কাছে প্রধানমন্ত্রী (ভিডিও)

শনিবার জুন ১৭, ২০১৭, ১২:০৮ পিএম.


প্রটোকল ভেঙে দৌড়ে বাংলাদেশিদের কাছে প্রধানমন্ত্রী (ভিডিও)

বিডিলাইভ ডেস্ক: তিন দিনের সফরে সুইডেন অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টকহোমে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্য গতকাল সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এক অন্যরকম ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রটোকল ভেঙে তাঁকে দেখতে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশিদের কাছে ছুটে গেলেন তিনি।

কালো গাড়িটা হোটেলের সামনে এসে থামল। মুহূর্তেই ব্যস্ত হয়ে উঠলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা। রাস্তার অন্য পাশে উৎসুক মানুষ। কিছুক্ষণ পর গাড়ির দরজা খোলা হলো। বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাকে দেখেই রাস্তার ওপাশে করতালি। এসময় সবাইকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী একরকম দৌড়েই রাস্তার ওপাশে চলে গেলেন। তখন বিস্ময়ে হতবাক সবাই। খোঁজ খবর নিলেন প্রতিটি বাংলাদেশির। সুইডেনের স্টোকহোমের ঘটনা এটি।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলা, কুশলবিনিময় করার দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করেছেন বাংলাদেশের এক সাংবাদিক। তিনি ফেসবুকে তা প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িটি ওই হোটেলে আসার আগেই রাস্তার উল্টোপাশে একদল প্রবাসী বাংলাদেশি দাঁড়িয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থেকে নামার পরই করতালি দিয়ে শুভেচ্ছা জানান তারা। প্রধানমন্ত্রী তাদের দেখেই রাস্তার অপর প্রান্তে তাদের কাছে চলে যান।

প্রধানমন্ত্রীকে পেয়ে সবাই কে কোথা থেকে এসেছেন বলতে থাকেন। এমনকি বাংলাদেশে কোথায় বাড়ি তাও জানান। এ সময় একাধিক ব্যক্তি জানান, তারা ইতালিতে থাকেন। প্রধানমন্ত্রীকে ইতালি যাওয়ার আমন্ত্রণও জানান তারা। সুইডেনে এটাই ছিল প্রথম কোনো বাংলাদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর। আজ শুক্রবার সফর শেষে সুইডেন ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন.....


ঢাকা, জুন ১৭(বিডিলাইভ২৪)// আর কে
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.